
নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুর্নমিলন অনুষ্ঠান হতে যাচ্ছে ।
সারাদিন ব্যাপি এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ।
উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সভাপতি একুশে পদক প্রাপ্ত ড. প্রনব কুমার বড়ুয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদশে বৌদ্ধ কৃ্স্টি প্রচার সংঘের মহাসচিব ও একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বরেণ্য কথাসাহিত্যিক, একুশে পদক প্রাপ্ত ড. হরিশংকর জলদাস, চট্টগ্রাম আবাহনী লিমিেটেড এর প্রতিষ্ঠাতা সাধরন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরী ও আশালতা কলেজের প্রাক্তন চেয়ারম্যান চিত্রা রানী দে ।
সভাপতিত্ব করবেন আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুর্নমিলন উদযাপন পরিষদ এর সভাপতি প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া ।