
আল মামুন মানিকগঞ্জ: বন্ধুত্বের আহবানে-এসো মিলি প্রাণের টানে” মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডাঃ আব্দুর রহিম খান মহিলা কলেজে দেশ-বিদেশ অবস্থানরত এস.এস.সি ২০০১ ব্যাচে’র ঘিওর উপজেলা বন্ধু মহলের উদ্যোগে মিলন মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ( ৬ জানুয়ারি ) দিনব্যাপি বন্ধুদেরকে নিয়ে এ আয়োজন করা হয় কলেজ চত্ত্বরে। এতে বন্ধুদের মিলন মেলায় নাস্তা, দুপুরের খাবার , ডি জে পার্টি, বিভিন্ন খেলাধুলা , লটারিসহ নানা রকম আনন্দ উৎসব অনুষ্ঠিত ও বন্ধুদের পরিচিতি ফটোসেশন হয়।
বন্ধুমহল মিলনমেলা সম্পর্কে জানতে চাইলে একান্ত সাক্ষাতকারে আয়োজক কমিটির আহবায়ক ও গ্রুপ এডমিন মোঃ রহুল আমীন বলেন, আমরা যারা এস এস সি ২০০১ সালে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের ও দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই, পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য মৌলিক চাহিদা পূরণে, আমাদের সকলের সস্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের বন্ধুদের অবস্থান থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত একটি সেতু বন্ধন তৈরী করার জন্য বন্ধুদের মিলন মেলার আয়োজন করছি।
মোঃ সামছুল আলম এর সঞ্চালনায় এসময় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শিক্ষাঅনুরাগী ও মানিকগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ রমজান আলী, ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক সচিন্দ্র নাথ মিত্র, মোঃ ফরিদ মিয়া, রাম হালদার, প্রমুখ।