
রাউজান প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)এর ৯৪তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সংযুক্ত আরব আমিরাত আল কাসেমিয়া এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন কাউছার মিয়ার।
মোঃ আলমগীর এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ জামাল, নাতে রাসুল পরিবেশন করেন মোঃ রবিউল হুসাইন. মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোঃ আকবর হোসেন।শাজরাহ্ শরীফ পাঠ করেন কাজী মোঃ রাশেদ।স্বাগত বক্তব্য রাখেন এম এ মুরাদ, আবুল বশর শাহেদ।
প্রধান অতিথি ছিলেন এম এ মোরাদ,প্রধান বক্তা ছিলেন মোঃ রমজান আলী।বক্তব্য রাখেন মোঃ মোকতার হোসেন,মো মোতালেব,মোঃ সোলাইমান, ইসহাক, জহির, ওসমান, পারভেজ, আনিস, বক্কর, এরশাদ, টিপু, নজরুল প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।মাহফিলে বক্তারা বলেন-আল্লাহর অলিগণ যোগে যোগে মানব কল্যানে নিজেদের নিয়োজিত রেখেছেন৷