শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানবিক মানুষ সুমন দে এর জম্মদিনে এতিমদের বিশেষ খাবার পরিবেশন

রাউজান প্রতিনিধি : কেউ পিতা হারা, কেউ মা হারা, আবার কাহারো মা বাবা দুইজনেই নেই। এসব হতদরিদ্র পরিবারের ঠিকানা রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রমের অনাথালয়ে। এই অনাথ আশ্রমে থাকা শিশু কিশোররা অনেকদিন পর এক সাথে খাসীর মাংস-মাছ ও ডিম ডাল দিয়ে ভাত খেয়েছে। এসব পিতা মাতাহীন অনাথ শিশুদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করে  এবং তাদের সাথে নিয়ে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে এর জন্মদিনে মানবিক কর্মসূচি পালন করেছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গতকাল ১ জানুয়ারী দিনব্যাপী রাউজানের পাহাড়তলী ইউনিয়নের প্রাচীনতম ধর্মীয় তীর্থ স্থান জগৎ পুর আশ্রমের শতাধিক অনাথ শিশুদের নিয়ে এ জন্মদিন উদযাপন করা হয়। এর আগে পুর্ণানন্দ যোগ আশ্রমে সুমন দের দীর্ঘ জীবন কামনা করে সমবেত প্রার্থনার আয়োজন করেন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সচিব তপন দে সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, সহ সভাপতি রুনু ভট্টাচার্য্য, সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, রাউজান পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু পালিত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  অনুপ চক্রবর্ত্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মিঠু শীল, ইউপি দিলীপ কুমার দে, ইউপি সদস্য আসাদ হোসেন, যুবলীগ নেতা মো. হাসান, ছাত্রলীগ নেতা সাজ্জদ মাহামুদ, পূজা উদযাপন পরিষদ নেতা রাজন দে রাজু, পলাশ সেন, পংকজ দাশ, লিটন দেবনাথ, তীর্থ ধর, অনিক দাশ গুপ্ত প্রমুখ।

এছাড়া মানবিক আওয়ামীলীগ নেতা সুমন দের জম্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাউজান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। সংগঠনের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক  হাবিবুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ। রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা যুবলীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে’র জন্ম আবির্ভাব উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ,  যুবলীগ ও ছাত্রলীগের উদ্যােগে রাউজান সরকারী কলেজ মাঠে বিজয় মঞ্চে কেক কেটে জন্মদিন পালন করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype