শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাঁশখালীর ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের ইংরেজী নববর্ষ পালন ও মতবিনিময় সভা

রতন বড়ুয়া, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের  ১১ দিন ব্যাপি আন্তর্জাতিক ঋষিধামের ঋষিকুম্ভ ও কুম্ভমেলার একবিংশতম মেলার সফল করা লক্ষ্যে রবিবার ১ জানুয়ারী ২০২৩ চট্টগ্রাম মহানগরস্থ অস্থায়ী কার্যালয়ে ইংরেজী নববর্ষ পালন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি সনাতন রত্ন শ্রী সুকুমার চৌধুরী । পরিষদের সাধারন সম্পাদক অনুপ বরণ দাশের সঞ্চালনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাংবাদিক তাপস কুমার নন্দী , অর্থ সম্পাদক তড়িৎ গুহ , দিপংকর পাল, সিদুল পাল, রুমা দাশ, পলাশ দাশ ।
উপস্থিত ছিলেন মাসিক ইতিহাস৭১ ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক ও রাউজান প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, নিউটন কুমার মজুমদার , সমিরণ দাশ, মিটুন চক্রবর্তী, পরাগ দত্ত সুব্রত দেব,অপু দত্ত , রাজীব কান্তি সুশীল, স্বদেশ পাল, হিমেল সাহা, শুভজিত দাশ ,রাসেল দত্ত , টিটন চৌধুরী, টিটন পাল, মানু দেব, যিশু চৌধুরী, অনিক নাথ প্রমুখ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype