রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাংবাদিক রতন বড়ুয়া রাউজান প্রেসক্লাবের সদস্য হলেন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান এর সাংবাদিকদের আস্থার ঠিকানা রাউজান প্রেসক্লাবের নতুন সদস্যপদ লাভ করেছেন ইতিহাস৭১.টিভি, মাসিক ইতিহাস৭১ এর নির্বাহী সম্পাদক এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগের ফটো সাংবাদিক রতন বড়ুয়া । রতন বড়ুয়া দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করে আসছেন । তিনি এর আগে দৈনিক সোনালী খবর ও দৈনিক জবাবদিহিতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন । সম্প্রতি রাউজান প্রেসক্লাব এর  নির্বাচন শেষ হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে । আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচক কমিটি ওনাকে সদস্য পদে মনোনীত করেন ।

রতন বড়ুয়া সাংবাদিকতার পাশপাশি একজন সমাজ সংগঠক ও সংস্কৃতিপ্রেমী হিসেবে ও পরিচিত । নাটক , গান ও কবিতা আবৃত্তিতে বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কারও অর্জন করেছেন । বিশেষ করে ছাত্রবস্থায় ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজে বৌদ্ধ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদকের ও দায়িত্ব পালন করেছেন ।

তিনি রাউজান উপজেলার আবুরখীল গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জম্মগ্রহন করেন । তার পিতা মৃত সত্যেন্দ্রনাথ বড়ুয়া একজন দানশীল ব্যাক্তিত্ব ছিলেন এবং মাতা মৃত মায়া বড়ুয়া ছিলেন একজন সুগৃহিনী ।

সাংবাদিক রতন বড়ুয়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিটির সদস্য এবং গ্রামের স্থানীয় সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতির দায়িত্ব পালন করছেন । তাছাড়াও ব্যাক্তিগত উদ্যেগে গ্রামে মা ও বাবার নামে প্রতিষ্ঠা  করছেন সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন । যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অনেক গুনীজনদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন ।

তিনি রাউজান প্রেসক্লাবের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype