
রাউজান প্রতিনিধি : সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষ্যে রাউজান প্রেসক্লাবে শিশুকে বস্ত্র প্রদান বাংলাদেশের একমাত্র ত্বরিকা বিশ্ব সমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া গাউছুল আজম শাহ্সূফি হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-এর রক্ত ও ত্বরিকতের উত্তর অধিকারী প্র-প্রপৌত্র আউলাদে রাসুল(সাঃ) বর্তমান যুগের মহান মুজাদ্দিদ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (ম.) এর খোশরোজ শরীফ উপলক্ষে দরিদ্র দুই শিশুকে কাপড় ও খাবার প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের পক্ষ থেকে এই দুই শিশুকে কাপড় ও খাবার দেয়। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।