সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মেসির মাঝে দিয়াগো ম্যারোডোনাকেই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার হোর্হে ভালদানো

অনলাইন ডেস্ক : এবারের অপ্রতিরোধ্য লিওনেল মেসির মাঝে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দিয়াগো ম্যারোডোনাকেই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার হোর্হে ভালদানো।

১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ে তিনি ছিলেন ম্যারাডোনার সতীর্থ। এবারের আর্জেন্টিনা দল ও মেসিকে নিয়ে তিনি বেশ আশাবাদী।

ভালদানো মতে ‘মেসি দারুণ খেলছে। মেসি এবার দলের সঙ্গে আগের তুলনায় অনেক বেশি সম্পৃক্ত। অনেক বেশি একাত্ম। সে তার নিজের খেলাটাই খেলছে। আমি তো মনে করি মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।’

ভালদানো মনে করে মেসিও এবার ম্যারাডোনার মতোই ওয়ানম্যান আর্মি হয়ে দলকে সামনে দিকে নিয়ে যাচ্ছে। মেসিতে মুগ্ধ এই কিংবদন্তি জানালেন, মেসিকে প্রথদিন দেখেই তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

তার মতে যে মেসিকে পছন্দ করে না, সে আসলে ফুটবলটাকেই বোঝে না।

ভালদানোর আরও জানালেন ‘আমি আসলে বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ বোধ করছি। এই দলটা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ধরনের ফুটবল খেলায় অভ্যস্ত হয়ে উঠেছে দলটি।’

মেসির পাশাপাশি হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে দারুণ মনে ধরেছে ভালদানোর, ‘আলভারেজ ও এনজো ফার্নান্দেজের প্রথম একাদশে অন্তর্ভুক্তি দলের সার্বিক মান বাড়িয়েছে।’

সূত্র: স্কাই স্পোর্টস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype