
রতন বড়ুয়া : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর নেতৃবৃন্দের সাথে কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন । বুধবার বিকেলে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাঈনুল ইসলাম সভাপতি এ্যাড ভিশন বাংলাদেশ , মাসুদ রানা প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ,সংগঠনের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি কবি ও লেখক কামরুল ইসলাম , জেলা কমিটির সভাপতি নাছির উদ্দিন বাঙ্গালী , চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,মোহাম্মদ এরশাদ আলি,,ইতিহাস৭১ এর সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, নিশিতা বড়ুয়া, ফয়জুল ইসলাম মনি , রেয়াজুদ্দিন বাজার এর বিশিষ্ট ব্যাবসায়ী যুগ্মসাধারন সম্পাদক মোহাম্মদ রফিক প্রমুখ ।
মেয়র বলেন এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ নিয়ে যেভাবে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয়, আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের সব ধরনের কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো । মেয়রকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ ।