
আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করে ৫টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের নেতৃত্বে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের উত্তর তরা, বাসুদেববাড়ি এলাকার পুরাতন ধলেশ্বরী নদী, নিলুয়ার বিল ও বড়কুষ্টিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে কালিগঙ্গা নদীর বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়। নদী ভাঙন প্রতিরোধ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।