
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রামগড় ৪৩বিজিবি জোন কর্তৃক শুক্রবার(২নভেম্বর) সকালে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি স্থানীয় লোকজন অংশগ্রহণে নেতৃত্ব দেন রামগড় ৪৩বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান পিএসসি। রামগড় হাইপ্লাজা শপিংমলের সামনে থেকে র্যালিটি প্রধান সড়ক থেকে শুরু হয়ে পৌরসভার সামনে গিয়ে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো, রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, রামগড় থানার অফিসার ইনচার্জ মো, মিজানুর রহমান, ৪৩বিজিবি জজোনের ষ্টাফ অফিসার রাজু আহম্মেদ পিবিজিএমএস, সংরক্ষিত নারী সদস্যা কনিকা বড়ুয়া, কাউন্সিল মো: শামীম-মো: আবুল বাশার- মো: জসিম উদ্দিন, জোন জেসিও ঠান্ডু মিয়া ও বিজিবি এবং পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তৎকালীণ শান্তি বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই ধারাবাহীকতায় এ দিনটিকে স্মরনীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় রামগড় বিজিবি জোন বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি পালনসহ জোন সদর দপ্তরের হল রুমে বিজিবি সদস্যদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে ” আগুনের পরশমনি” চলচিত্র প্রদর্শন করা হয়