
নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ইতিহাস৭১.টিভি ও ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা । এসময় সম্মানিত ভাইস চেয়ারম্যান বলেন ইতিহাস৭১ ম্যাগাজিন ও টিভি মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রিতির প্রচারে যে প্রকাশনা করেন তাতে আগামী প্রজম্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জীবন সম্বন্ধে জানতে পারবে ।
তিনি বলেন বর্তমান সরকার সব ধর্মের প্রতি আন্তরিক । মাননীয় প্রধানমন্ত্রী কল্যান ট্রাস্টের মাধ্যমে যেভাবে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বিভিন্ন বিহার ও প্যাগোডার উন্নয়নের জন্য অনুদান প্রদান করছেন তাতে এটাই প্রতীয়মান হয় এই বাংলাদেশ অসম্প্রদায়ীক চেতনার বাংলাদেশ ।
গত প্রবারণা ও কঠিন চীবর দান অনুষ্ঠানের সময় যেভাবে আইন শৃংখলা বাহিনী ভুমিকা রেখেছে এবং কোন সংশয় ছাড়া প্রবারণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার । সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানাই ।
তিনি ইতিহাস৭১ এর একজন পাঠক ও দর্শক হিসেবে এই প্রকাশনার সফলতা কামনা করেন ।পরে ইতিহাস৭১ এর একটি ম্যাগাজিন ওনার হাতে হাতে তুলে দেন প্রকাশক ও সম্পাদক ।