সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জয় পেয়েছে আর্জেন্টিনা মেক্সিকোকে হারিয়েছে ২-০ ব্যবধানে

অনলাইন ডেস্ক : সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে কাতার বিশ্বকাপে অবশেষে জয় পেয়েছে আর্জেন্টিনা। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দু’টি গোল লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেস।

ম্যাচশেষে দি মারিয়া বলেন, ‘খুব খুশি, এই দলের জন্য খুব খুশি আমি। এক ম্যাচ আমরা হেরেছি, কিন্তু এই ম্যাচের জন্য ভালোভাবে কাজ করে যাচ্ছিলাম। সবকিছু যদিও ঠিকঠাক হচ্ছিল না, তবে আমরা জিতে নিয়েছি; মানুষের জন্য, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। সবকিছুর জন্য আমি খুবিই খুশি।’
দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। সবাই কঠিন পরিশ্রম করছে মেসির শেষ বিশ্বকাপে শিরোপা ঘরে তোলার জন্য। আর এই জয় সেটিরই প্রতিচ্ছ্ববি বলে মনে করেন দি মারিয়া। তিনি বলেছেন, সবার জন্য এটি মানসিক শান্তি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমরা এখানে বছরের পর বছর ধরে আছি। নিজের লড়াই করে যাচ্ছি, লড়াইয়ের মধ্য দিয়ে আছি। সবসময় নিজেদের সবটুকু দিয়ে খেলছি। আজ সেটি করে দেখিয়েছি। আমার মতে এটা সবার জন্য মানসিক শান্তি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype