
রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতাঃ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে রামগড় উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১নভেম্বর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় লেকপাড়স্থ বিজয় ভাস্কর্ষ প্রাঙ্গনে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার খোন্দকার মো,ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় পৌর মেয়র মো, রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,ওসি তদন্ত রাজিব চন্দ্র কর সহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্যাভিলিয়নে সরকারি-বেসরকারী, স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন দপ্তর’ এতে অংশগ্রহণ করে। পরে মাধ্যমিক শিক্ষা অফিসার মো, আবু কাউছার সঞ্চালনায় অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।