শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: ‘ দুর্ঘটনা- দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। এ সময় জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন শেষে এক আলোচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে রামগড় ফায়ার সার্ভিস প্রাঙ্গণে ফায়ার ফাইটার শফিউল এর সঞ্চালনায় ইউএনও খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বিশেষ অতিথি থেকে বক্তব্যে প্রদান করেন, পৌর মেয়র মো: রফিকুল আলম কামাল, রামগড় ফায়ার ষ্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন, কাউন্সিলর শামীমসহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, ফায়ার ষ্টেশনের সদস্য। বক্তব্যে রাখেন সাংবাদিক করিম শাহ্ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ উদ্ধার কাজের বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype