বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধের বড় চালান জব্দ, আটক ২

উৎপল বড়ুয়া, সিলেট প্রতিনিধি 

সিলেটে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধের বড় চালান জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এসময় ২ চোরাকারবারিকে আটক করা হয়। এসএমপি’র শাহপরাণ থানাধীন সিলেট শহরতলির মুরাদপুর পয়েন্ট থেকে এই দুই চোরাকারবারিকে আটক এবং প্রসাধনী ও ঔষধের চালান জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে এসএমপির শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ঔষধ জব্দ করে। এসময় মো. জাহাঙ্গীর আলম (৩২) ও জুটন মজুমদার (২৭) নামের দুই চোরাকারবারিকে আটক করে র‌্যাব। আটক জাহাঙ্গীর আলম সিলেট এয়ারপোর্ট থানার চাতলীবন গ্রামের মো. আব্দুল্লাহের ছেলে ও জুটন মজুমদার লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের মনিলাল মজুমদারের ছেলে। পরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করেছে র‌্যাব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype