রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনীতে একুশে পদক প্রাপ্ত ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া সংবর্ধিত

প্রেস বিজ্ঞপ্তি : রাউজানে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনীতে ছিল সুধীজনদের ভিড়, তাঁরা বলেছেন সত্য তথ্য প্রকাশে অসীম সৎ সাহসীকতা প্রথম আলোকে নিয়ে গেছে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়ায়, একুশে পদক পাওয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া সংবর্ধিত
বৃহত্তম বাংলা গণমাধ্যম প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে প্রীতিসম্মিলনীতে লেখক পাঠক ও সুধীজনরা বলেছেন সত্য তথ্য প্রকাশে অসীম সৎ সাহসীকতায় প্রথম আলোকে নিয়ে গেছে বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়া তালিকায়। তাঁরা বলেন প্রথম আলো ন্যায়নীতি এবং সত্যের কথা বলে। স্বাধীনতা, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার কথা বলে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে আলোর পথ দেখানোর কথা বলে। আলোকিত দেশ গড়তে সকল মানুষের ভেতর মানবিকতা তৈরী করার কথা বলে। যার কারণে প্রথম আলো আজ দেশ বিদেশের কোটি পাঠকের প্রিয় এবং সেরা গণমাধ্যমের স্বীকৃতি পেয়েছে।
গত মঙ্গলবার ৮ নভেম্বর বিকেলে রাউজান উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রথম আলোর পাঠক সংগঠন স্থানীয় বন্ধুসভা এই প্রীতিসম্মিলনী আয়োজন করে।
প্রীতিসম্মিলনীর অনুষ্ঠানে চিত্রাঙ্কন, গান, আবৃত্তি, বৃন্দ আবৃত্তি, গল্পবলা, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী ছিল। এতে সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদক পাওয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। তাঁকে বন্ধুসভার পক্ষ থেকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। অতিথি এবং বন্ধুসভার সদস্যরা তা়ঁর হাতে তুলে দেন এই সম্মাননা। এদিন বিকেলে আরআরএসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের সবার হাতে সনদ ও সেরা বিজয়ী ৬ জনকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিকেল চারটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বন্ধুসভার সদস্যদের বৃন্দ আবৃত্তি, ছড়া কবিতা পাঠ দিয়ে এগিয়ে যায় কর্মসুচী। এরআগেই অনুষ্ঠান স্থলে এসে মঞ্চ আলোকিত করে বসেন একুশে পদক পাওয়া ছড়া সম্রাটখ্যাত সুকুমার বড়ুয়াসহ অন্যান্য অতিথিরা। ততক্ষণে পুরো উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাইরে উপজেলা প্রশাসন মাঠে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর লগো সম্বলিত সেলফি তরুণ পাঠকদের ছবি তোলার ভিড়।
সাংবাদিক এস এম ইউসুফ ও ইতিহাস৭১ এর প্রকাশক ও সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া জয়িতা চিত্রাংকন প্রতিযোগীতায়
অনুষ্ঠানে পাঠ্য বইয়ে পড়া কবিতার লেখক সুকুমার বড়ুয়াকে চোখের সামনে পেয়ে শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা আনন্দে সেলফি তুলতে মেতে উঠেন। পাশাপাশি কবির অটোগ্রাফ নিতে হুমড়ি খেয়ে পড়ে কিশোর শিক্ষার্থী বন্ধুরা। এদিন সন্ধ্যার পরে অনুষ্ঠান শেষ হলেও প্রিয় কবির অটোগ্রাফ নেয়া শিক্ষার্থীর সংখ্যা শেষ না হওয়ায় কবিও একের এর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন।
বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি লেখক মুহাম্মদ মহিউদ্দিন ইমন ও সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রিয়া চৌধুরীর সঞ্চালনায় প্রীতিসম্মিলনীর শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান অতিথির বক্তব্য দেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, হাইওয়ে থানার ওসি কামরুল আজম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর ব্যবস্থাপক (জিএম) মুহাম্মদ সরোয়ার জামান, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন।
রাউজান বন্ধুসভার পক্ষে বক্তব্য দেন দেশসেরা শিক্ষক নির্বাচিত হওয়া নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক সালসাবিল করিম চৌধুরী ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ জিয়াউর রহমান।
আরও বক্তব্য দেন সংগঠক আহসান হাবিব চৌধুরী হাসান, রাউজান শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, দক্ষিণ জোনের সভাপতি অমল চন্দ্র দাশ, চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাপ্তাহিক গণ অধিকারের সম্পাদক আবু মনসুর, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ইতিহাস একাত্তরের সম্পাদক ইঞ্জিনিয়ার দিলু বড়ুয়া জয়িতা, কবি ও ছড়াকার এস এম শামসুদ্দিন সুমন, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস, মহামুুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, কোয়েপাড়া উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন কুমার দত্ত, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার বড়ুয়া।
উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রেজাউল করিম, কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা চিকিৎসক নান্টু বড়ুয়া,
সাবেক রাউজান প্রেস ক্লাব সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহসভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এম রমজান আলী, রাউজান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি, প্রেস ক্লাবের সদস্য লোকমান আনসারী, শাহাদাৎ হোসেন, রতন বড়ুয়া, ছাত্রনেতা জিল্লুর রহমান মাসুদ, পিবলু চৌধুরী, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শিক্ষক ও বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি প্রিয়ম দে, শিক্ষক মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল্লাহ রশিদি, শিক্ষক শেখর ঘোষ আপন, বন্ধুসভার যুগ্ম আহবায়ক ইলিয়াস আল হাসান, ছড়াকার সরোয়ার রানা, বন্ধুসভার সদস্য জয়শ্রী চৌধুরী, শিক্ষক আরফাত ইসলাম, চুয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল গণি মনির, বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কাজী মুহাম্মদ শিহাবুদ্দিন, মুহামনি মহানন্দ সংঘরাজ বিহারের সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, শিক্ষক পিয়া বড়ুয়া, কুঁড়েঘরের পরিচালক কায়েস উদ্দিন, রায়হান ইসলাম, সোহেল রানা, জয় ভট্টচার্য্য, শিল্পী সুপ্রিয়া শীল, বন্ধুসভার সদস্য তসলিমা আকতার লিমা, আকলিমা আকতার, আকাশ ঘোষ, রাসেল মিরাজ, প্রকৌশলী আনোয়ার আলম, মুহাম্মদ নুরুন্নবী, সজিব চক্রবর্ত্তী, রাউজান ব্লাড ব্যাংকের নুরুল ইসলাম নাহিদ, রাউজান ব্লাড ডোনার্সের এআর রাশেদ উদ্দিন, কুঁড়েঘরের কাজী মুহাম্মদ আসিফ, এস.এম হাসান, আনিসুল মোস্তাফা, উর্মিতা খানম, ডেজি আকতার, এমি আকতার, রাউজান ব্লাড ডোনার্সের করুনান্দ ভিক্ষু, শানিন আকতার, সানজিদা আকতার, নাসরিন আকতার, দেলওয়ার হোসেন, মহিন উদ্দিন, শান্তা বড়ুয়া, অরফাত, হিমেল বড়ুয়া, জয়ন্ত বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype