
নিজস্ব প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন ,সমবায়ে উন্নয়ন”’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নেত্রকোণায় পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে জেলা পাবলিক হলের সামনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়।‘ দিবসটির উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন , সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার , পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্বা নুরুল আমীন, জেলা সমবায় অফিসার সুমন চন্দ্র পাল প্রমূখ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।