
দেলোয়ার হোসেন মাসুদ, নেত্রকোণাঃ সেক্টর কমান্ডারস ফোরামের নেত্রকোণা জেলা কমিটির নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। তিন বছরের জন্যে গঠিত ২৫ সদস্যের কার্যকরি কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহাকে সভাপতি ও প্রবীণ আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্ককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো: আবু সাঈদ স্বাক্ষরিত চিঠিতে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
মো: আবু সাঈদ জানান, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, শিক্ষক,লেখক, সমাজকর্মীদের নিয়ে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য নেতারা হলেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,আলী আজগর খাঁন পন্নী,মো: আইয়োব আলী, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জুবেদ আলী, কাজী তরিকুল আলম,সাংগঠনিক সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল,কোষাধ্যক্ষ মতিউর রহমান,প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমান খান পাঠান, দপ্তর সম্পাদক সুব্রত রায় মানিক,আইন বিষয়ক সম্পাদক একেএম আনোয়ার আজাদ কালাম,গবেষণা ও প্রকাশনা সম্পাদক লাভলু পাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী ভট্রাচার্য্য, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন, নারী বিষয়ক সম্পাদক অলকা রাণী রায়, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান সোহেল ও কার্যনির্বাহী সদস্য, প্রশান্ত কুমার রায়, খায়রুল ইসলাম, মানিক রায়, উসমান গণি, সৈয়দ বজলুর রহমান, সুব্রত সরকার শুভ্র, মো: খায়রুল আলম তুষার ও সুস্থির সরকার।
একই সাথে তিন বছরের জন্যে গঠিত এই কমিটির উপদেষ্ঠা হিসেবে ১১ জনকে রাখা হয়েছে। তারা হলেন, আব্দুল মতিন খান, একলাছ আহমেদ কোরেশী,অরুণ রঞ্জন সরকার,জ্ঞানেশ চন্দ্র সরকার,ব্যোমকেশ ভট্রাচার্য্য, ফজলুল বারী কাজল,নিরঞ্জন পাল সৈকত,এখলাছুর রহমান খান, মশিউর রহমান তালুকদার মুকুট, মাজহারুল আনোয়ার সবুজ ও সুনীল বিশ্বাস।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সিতাংশু বিকাশ আচার্য্য বলেন, মুক্তিযুদ্ধের আলোকে বাংলাদেশ বিনির্মানে এই কমিটির নেতৃত্ব কাজ করে যাবে। বিশেষ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেয়া হবে।