শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন: রাউজানে হোয়ারাপাড়া ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রাউজান পূর্ব গুজরায় হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে মহাবোধি চত্বর-বিশুদ্ধানন্দ বিহারে এই চীবরদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। উদ্বোধক ছিলেন জ্ঞানানন্দ মহাথের।

রতনশ্রী মহাথেরের সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন আনন্দমিত্র মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত বোধিমিত্র মহাথের। প্রধান বক্তা অতিথি ছিলেন বিশ্ব বৌদ্ধ জোটের সভাপতি ডা পর্ণচাই পালওয়াধম্মো পিন্যাপং, ড. সুব্রত বরণ বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন দেবানন্দ মহাথের, সুমেধানন্দ মহাথের, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, সাহাবুউদ্দিন আরিফ, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সুভাষ চন্দ্র বড়ুয়া, ডা: স্বপন চন্দ্র বড়ুয়া,স্বপন কান্তি বড়ুয়া, তাপস বড়ুয়া।

অতিথি ছিলেন থাইল্যান্ডের মিঃ চৈতসিত সংসুরীওয়াচরা, চুলিওয়ান হাচাইওয়াত,কিটুন্যা সিরিখাম, ডাঃ সবুজ বড়ুয়া, মিথিলা চৌধুরী।

এতে আরো উপস্থিত ছিলেন, অগ্রসার মহাকমপ্লেক্সে উপাধ্যক্ষ ভদন্ত সুমেত্তানন্দ থের, কারুণানন্দ ভিক্ষু, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও রনি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় শুরুতেই পঞ্চশীল প্রার্থনা করেন অমল কান্তি বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন জানান মনোতোষ বড়ুয়া। দৈনিক আমার সংবাদের রাউজান প্রতিনিধি লোকমান আনছারী। প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, ইতিহাস৭১টিভির সম্পাদকও প্রকাশক, রতন বড়ুয়া ইতিহাস৭১নির্বাহী সম্পাদক. সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক সাহাদাত হোসেন সাজ্জাদ, দেবব্রত বড়ুয়া সাহেব যুবলীগ নেতা, আওয়ামী লীগ নেতা স্বপন বড়ুয়া প্রমূখ।

এই উৎসবকে ঘিরে হোয়ারাপাড়ার সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে বিশাল মেলা বসে। উৎসবে দেশি-বিদেশি থেকে আগত বৌদ্ধ ধর্মীয় অনুসারী কয়েক হাজার নারী পুরুষদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে উঠে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype