
আল মামুন ঘিওর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর ) বিকেলে ঘিওর উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের মহাসমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, জেলা আ’লীগের সদস্য লিয়াকত হোসেন লিটন, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন- আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি, ঘিওর উপজেলা যুবলীগের সহ-সভাপতি তালাদ পাশা সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইখতি আরিফসহ জেলা উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তব্যে জেলা যুবলীগের নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আগামী ১১ই নভেম্বর যুবলীগের মহাসমাবেশ কে সফল করতে জেলা যুবলীগের প্রতিটা উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দেবে ।