
আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানী গ্রামের মোঃ আনিছ মিয়ার ছেলে আতিকুর রহমান সেন্টু (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ( ৩০ অক্টোবর ) সকালে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানান, সেন্টু বেসরকারি একটা ব্যাংকে চাকুরী করত। তার বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের এস আই মোঃ শাহজালাল একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে।