সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জের ঘিওরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি – শৃঙ্খলা সর্বত্র”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত হয়েছে।

২৯ অক্টোবর ( শনিবার) সকালে ঘিওর থানা প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে র‍্যালি ও আলোচনা সভা করেন ঘিওর থানা পুলিশ।

এ সময় ঘিওর থানা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মতিন মূসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল নুরজাহান লাভনী।

কমিউনিটি পুলিশিং ঘিওর থানার সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টা ঘিওর থানা কমিউনিটি পুলিশিং মোঃ হামিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ ও ঘিওর থানার প্রধান সমন্বয়ক মোঃ আমিনুর রহমান, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঘিওর উপজেলা কমিউনিটি পুলিশং ফোরামের উপদেষ্টা মোঃ আব্দুল আলীম মিয়া মিন্টু, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কমিউনিটি পুলিশিং ফোরাম মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ খালিদ মুনসুর, ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা মোঃ ইকরামুল ইসলাম খবির, ঘিওর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম মোঃ শামীম মিয়া,

ঘিওর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনছুর উদ্দিন, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।

অনুষ্ঠানের শুরুতে ঘিওর থানা প্রাঙ্গন হতে একটি র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে হবে ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে হবে। সমাজ থেকে সন্ত্রাস,মাদক ও বিশৃঙ্খলা নির্মূলে থানা পুলিশ সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন ঘিওর থানা সিপিও অফিসার এস আই মোঃ মনিরুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype