
প্রেস বিজ্ঞপ্তি : উত্তরবঙ্গের ঐতিহাসিক মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারে ৭ নভেম্বর দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত কঠিন চীবর দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন ২০২২ এ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয় সংবর্ধিত সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ২৩-রংপুর, ৫ (মিঠাপুকুর) বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ,ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি এইচ.এন আশিকুর রহমান এমপি ।
আগামী ৭ নভেম্বর ভোর ৬টা থেকে শুরু হবে কঠিন দান ,দুপুরে চীবর উৎসর্গ, কল্পতরু শোভাযাত্রা ও ভান্তেদের (ধর্মীয় গুরু) ধর্মীয় দেশনাসহ দানাবিধ দান অনুষ্ঠিত হবে। এবারের কঠিন চীবর দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন ২০২২ এ ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির মহোদয় সংবর্ধিত সভাপতি হিসাবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করায় গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মিঠাপুকুর বেনুবন বিহার এর বিহারাধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু মহোদয়।