শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজধানীতে তিন হাজার পাঁচশ পিস ইয়াবা সহ ২ জন আটক

প্রেস বিজ্ঞপ্তি :  ঢাকা মেট্রোপলিটনের মুগদা থানা পুলিশ বাহিনী ৩৫০০( তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। যার মূল্য আনুমানিক ৭০০০০০/- (সাত লক্ষ) টাকা  ।সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন খান সঙ্গীয় এস আই আরসেল তালুকদার ও এএসআই মফিজুল ইসলাম ডিউটি করা কালে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে মুগদা থানাধীন উত্তর মুগদাস্থ মুগদা হাসপাতালের বিপরীত পাশে পানির এটিএম বুথের সামনে থেকে অভিযান চালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার মোঃ ইরফানুল হক (৩০) এবং মোঃ শাহিদুল ইসলাম (২৪) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এসআই মোজাম্মেল হোসেন সংগীয় অফিসারদের সহায়তায় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী মোঃ ইরফানুল হক (৩০) এর দেহ তল্লাশি করিয়া তাহার দখল হইতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ শাহিদুল ইসলাম (২৪) এর দেহ তল্লাশি করিয়া দখল হইতে আরো ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা উদ্ধার করেন।

এ ব্যাপারে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ অক্টোবর একটি মামলা করা হয়েছে। মামলা নং- ৫২(২৫/১০/২০২২)। গ্রেফতারকৃত আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীর বলেন, দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাহিনী তৎপর এবং এ ব্যাপারে জিরো টলারেন্স এবং দেশের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype