ডেক্স রিপোর্ট
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৪৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৬ জন নগরের অধিবাসী এবং বাকি ১০জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।নতুন শনাক্তদের মধ্যে ৩৬ জন নগরের অধিবাসী এবং বাকি ১০জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এসময় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরো ১জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৮৫ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বী আজ সকালে এসব তথ্য জানান। তিনি আরো জানান গতকাল চট্টগ্রামের সাতটি ল্যাবে ও কক্সবাজারে একটি ল্যাবে মোট ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত সংখ্যা ১৮হাজার ৩১৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৮৫জন।
এদিকে সারা দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গতকাল আরো ২৬ জনের মৃত্যু হয়েছে সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৯ জন। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।