রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সেক্টর কমান্ডারস ফোরাম এর প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার

প্রেস বিজ্ঞপ্তি  : চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদ সমাবেশ;মিছিল ” দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত ও সন্তানদের রাজনীতি -নির্বাচনে অযোগ্য ঘোষণার আইন চাই ” চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সকল সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও সন্তানদের বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে আইন করে অযোগ্য ঘোষণা, সরকারি বেসরকারি চাকুরীতে নিষিদ্ধ এবং সম্প্রতি চট্টগ্রামে বিএনপির জনসভায় ফাঁসির দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের “শহীদ” আখ্যায়িত করে সংবিধান লংঘনকারীদের গ্রেফতার দাবিতে আজ ২২ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমীন,মুক্তিযোদ্ধা জমির উদ্দিন।

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নারী বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুন নাহার খুশী। সমাবেশে অন‍‍্যান্যের বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, এডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান,সাহেদ মুরাদ সাকু, সম্পাদক মন্ডলীর সদস্য জসীম উদ্দিন, হাজী সেলিম রহমান,নুরুল হুদা চৌধুরী,ডা.ফজলুল হক সিদ্দিকী, এডভোকেট কামরুল আজম টিপু,মঈনুল আলম খান, এডভোকেট মিলাদুল আমীন, ইয়াছির আরাফাত,এডভোকেট সৈকত দাশগুপ্ত,নবী হোসেন সালাউদ্দিন,মোজাম্মেল মানিক,কামাল উদ্দিন, মোহাম্মদ সিরাজ, ফারুক চৌধুরী,শহিদুল আলম লিটন,কোহিনুর আকতার, ফারজানা মিলা, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লব,আবদুল হান্নান,এডভোকেট ইমতিয়াজ সোহেল,সাধন দাশ,এম এ খালেক, হেলাল তালুকদার,মো.সেলিম হোসেন,মো. হোসেন চৌধুরী সাদ্দাম,ইসমে আজিম আসিফ,আবদুর রহীম,ইকবাল করিম,দিলোয়ারা বেগম,হেমায়েত মুন্না,শুভ দাশ,নয়ন মজুমদার,এডভোকেট মামুন, হারাধন দাশগুপ্ত সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা উল্লেখিত দাবি সমূহ অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যুদ্ধাপরাধীদের লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারেনা। বক্তারা স্বাধীনতা বিরোধীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্থাপণার নাম এবছরের বিজয় দিবসের আগেই অপসারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype