মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে কাল চীবর দান

নিজস্ব প্রতিবেদক : বৌদ্ধদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান । আগামীকাল নগরীর রীমা কনভেনশন হলে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠান মালায় রয়েছে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন , ব্যাচ প্রদান , মহান ভিক্ষুসংঘের পিন্ডচারন । এরপর পরপারগত জ্ঞাতীগনের উদ্যেশে সংঘদান , ভিক্ষুসংঘের পিন্ড গ্রহন ও অতিথি আপ্যায়ন ।
দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে কঠিন চীবর দান ও ধর্মালোচনা । এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ড. শীলানন্দ মহাথের । প্রধান অতিথির আসন গ্রহন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মমিনুর রহমান ।
প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করবেন মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ, বিদর্শনাচার্য আসিন জিনরক্ষিত মহাথের ।
সম্মানীত ধর্মালোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ধর্মতত্ববিধ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী । অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ইতিহাস৭১.টিভিতে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype