
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় (খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রামগড় উপজেলা প্রশাসন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী উপজেলা চত্ত্বর হয়ে প্রদর্ক্ষিন শেষে পরিষদ কার্যালয় সম্মুখে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কৃষি অফিসার রাশেদ চৌধুরী সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, পৌর মেয়র মো.রফিকুল আলম, অফিসার ইনচার্জ মিজানুর রহমান,সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন প্রমূখ।
পরে আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন। এসময় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক অনুষ্ঠান উপভোগ করেন।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।