বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চাকতাই আড়তদার ও ব্যাবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

 নিজস্ব প্রতিবেদক : চাকতাই আড়তদার ও ব্যাবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে ।শনিবার রাতে নগরীর বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল এমপি । অভিষেক কমিটির আহবায়ক অজয় কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব মো. ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এ করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মারুফ হোসেন শামীম, চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ, চট্টগ্রাম চাউল সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক বাবুল সরকার, চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান, কার্যকরি সদস্য দেলোয়ার ও আলাউদ্দিন আলো। শিক্ষা উপমন্ত্রী অভিষেক অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটেন এবং ‘স্বপ্নদীপ’ স্মরণিকার মোড়ক উম্মোচন প্রয়াত ব্যবসায়ীদের উৎসর্গকৃত ফলক উন্মোচন করেন। আমন্ত্রিত অতিথি সহ সকলে প্রীতিভোজে অংশ নেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেএই অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype