
আল মামুন ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকার ভাঙন কবলিত সেই রাস্তাটির সংষ্কার কাজ অবশেষে শুরু হয়েছে। শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা এলজিইডির কর্মকর্তাদের তত্বাবধানে রাস্তাটির গর্ত ভরাটের কাজ শুরু করেছেন। এসময় বিপর্যস্থ ওই রাস্তাটি পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, মানিকগঞ্জ এলজিইডি’র সহকারী সিনিয়র প্রকৌশলী আশরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাকুর রহমান, স্থানীয় পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
রাস্তা সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। কর্তৃপক্ষের নজরে এনে রাস্তাটির দ্রুত কাজ শুরু করায় গণমাধ্যম ও সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাকুর রহমান বলেন, অতিরিক্ত লোকবল দিয়ে সংষ্কার কাজ শুরু করা হয়েছে। আশা করছি দুদিনের মধ্যে কাজ শেষ হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকার রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।
পর্যায়ক্রমে তেরশ্রী বাজার থেকে উলাইল বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা সংষ্কার করা হবে। উল্লেখ্য, ঘিওর উপজেলার তেরশ্রী বাজার থেকে উলাইল বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া এলাকায় সড়কের অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে এবং বড় বড় কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। ফলে উভয় পাশে গাড়ি চলাচল করতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ঘিওর, দৌলতপুর ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ছয়টি ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের প্রধান রাস্তার এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে।