বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

অনলাইনে ৩৬ টাকা দরে পেঁয়াজ বিক্রি কর্মসূচি উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত বিপনন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ -টিসিবি অনলাইনে ৩৬ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ নামে এ কর্মসূচী উদ্বোধন করেন। প্রাথমিকভাবে চট্টগ্রাম ও ঢাকার বাসিন্দারা ৮টি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির এ সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ কিনতে পারবেন। পর্যাক্রমে ই-কমার্সের আওতায় দেশের সব স্থানে সাশ্রয়ী মূল্যের পেঁয়াজ বিক্রি করা হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বলেন যারা ট্রাক সেল থেকে পেঁয়াজ কিনতে পারছেন না তাদের জন্য টিসিবির ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন দেশের অভ্যন্তরে দেশীয় ও আমদানি করার পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। এছাড়াও অনেক দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দেশে পেঁয়াজের কোনো সঙ্কট হবে না। অনুষ্ঠানে জানানো হয় প্রাথমিকভাবে একজন ক্রেতার কাছে তিন কেজি করে পেঁয়াজ বিক্রি করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype