
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশী বৌদ্ধ ধর্মাবলম্বী কুয়েত প্রবাসীদের বৃহত্তম ধর্মীয় সংগঠন বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত এর উদ্যােগে ১৪ই অক্টোবর ২০২২ ইংরেজী রোজ শুক্রবার সমিতির উপদেষ্টা “বটন বড়ুয়া’র হাসাবিয়াস্হ বাসায় মহাসমারোহে উদযাপন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা। সকাল ১০ ঘটিকায় পঞ্চশীল প্রার্থনাসহ বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন দুলাল কান্তি বড়ুয়া।
রোমেল মুৎসুদ্দির সঞ্চালনায় এক ধর্মীয় আলোচনা সভায় অন্যদের মাঝে অংশ গ্রহন ও উপস্থিত ছিলো-নরেশ বড়ুয়া, উওম বড়ুয়া (১) বটন বড়ুয়া, টিপু বড়ুয়া,উত্তম বড়ুয়া(২) চন্দন বড়ুয়া, নন্দন বড়ুয়া, লিটন বড়ুয়া, দোলন বড়ুয়া, বিদায়ন বড়ুয়া, মিটন বড়ুয়া, রয়েল বড়ুয়া, বিজয় বড়ুয়া, কেনি বড়ুয়া প্রমুখ। সমগ্র অনুষ্টান সফলতায় সার্বিক সহযোগিতা করেন বাবু চন্দন বড়ুয়া ও নন্দন বড়ুয়া।
ধর্মীয় আলোচনা শেষে উপদেষ্টা বটন বড়ুয়া,র পুত্র সন্তানের দাদু হওয়া,য় এক মধ্যহ্নভোজন গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।