শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিংজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

 আল মামুন ঘিওর ,মানিকগঞ্জ মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়ন এবং সিংজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ১৪ অক্টোবর ) সকালে ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সদর ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বাবু রাম চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি শচীন্দ্ৰ নাথ মিত্র, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে দ্বিতীয় পর্বে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করে ঘিওর সদর ইউনিয়নের নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ খান মঞ্জুকে সভাপতি ও মোঃ ফরহাদ বেপারীকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype