অনলাইন ডেস্ক : তিন কন্যা। ওদের পিতা-মাতা নেই। নেই আত্মীয়-স্বজন। ওরা চট্টগ্রাম রউফাবাদ সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্য। ওদের অভিভাবক সরকার। অভিভাবক হিসেবে এই তিন কন্যার জমকালো বিয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম অফিসার্স ক্লাবে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে আমন্ত্রিত হন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও তিন কন্যার জন্য পাঠিয়েছেন উপহার। এই তিন কন্যা হলো মর্জিনা আক্তার, মুক্তা আক্তার ও তানিয়া আক্তার।
চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, মর্জিনা আক্তারের বিয়ে হয়েছে ওমর ফারুকের সঙ্গে, মুক্তা আক্তারের নুরু উদ্দিনের সঙ্গে এবং তানিয়া আক্তারের হেলাল উদ্দিনের সঙ্গে। অভিভাবক হিসেবে জেলা প্রশাসক মমিনুর রহমান ও সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম কন্যা দান করেন। চট্টগ্রামের মেয়র, বিভিন্ন রাজনৈতিক নেতারা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শহরের বিশিষ্ট নাগরিক, সাংবাদিকরা বিয়েতে উপস্থিত ছিলেন।
বিয়ের খাবার মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, কাবাব, বোরহানি, পায়েস, সালাদ, মিনারেল ওয়াটার ইত্যাদি।
বিয়েতে সহস্রাধিক অতিথির জন্য ভোজের আয়োজন করা হয়।
Discussion about this post