মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে

আল মামুন মানিকগঞ্জ:

আসন্ন মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতির বাণী। উপজেলা জুড়ে ভোটারদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনাও।

সরেজমিনে উপজেলা ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটের জন্য ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ( ঘিওর উপজেলা ) ২ নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে ঘিওর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুসা ভোটের মাঠে প্রচার প্রচারনা চালাচ্ছেন। মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ( ঘিওর উপজেলা ) ২ নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। নির্বাচনে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ভোট প্রার্থনাসহ মতবিনিময় অব্যহত রেখেছেন তিনি।

ভোটারদের কাছে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী। বৈদ্যুতিক পাখা প্রতীকে উপজেলার ভোটারদের কাছে তার আস্থা ও ভালোবাসা সেবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সারা ফেলেছে।

উপজেলার ৭টি ইউনিয়নের বেশিরভাগ জনপ্রতিনিধির পক্ষে আব্দুল মতিন মুসার ব্যাপক জনসমর্থন রয়েছে বলে জানাযায়। তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সদস্য হিসেবে দেখতে চায় সচেতন ভোটাররা।

আব্দুল মতিন মুসা বলেন, ঘিওর উপজেলার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নির্বাচন করছি এবং আধুনিক বাংলাদেশের কারিগর ও অন্যতম সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঘিওরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সদস্য প্রার্থী হিসেবে আমি ভোট ও সর্বোস্তরের জনগনের দোয়া সহযোগিতা কামনা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype