সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আজ সবাই পূজার আনন্দে বিভোর-স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পুরো বাংলাদেশে আজ সবাই পূজার আনন্দে বিভোর। এখানে কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তার প্রশ্ন আসে না। প্রশ্ন আসে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই তার সঙ্গে ভাগিদার হচ্ছি।’

আজ সোমবার কারওয়ান বাজারে অস্থায়ী মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অনেকেই এ বছর সন্দেহ করেছিল, গত বছরের কুমিল্লায় যে ঘটনা ঘটেছিল… এগুলো আমি মনে করি আকস্মিক অরাজকতা সৃষ্টি করার জন্য ঘটনাটি ঘটিয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি, সারা বাংলাদেশে ১৫ হাজারের মতো পূজামণ্ডপ হতো। আজ ৩২ হাজার ২০০টিরও বেশি পূজামণ্ডপ হয়েছে। প্রতি বছর সংখ্যা বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এটা বিশ্বাস করি বলেই আজ একত্রিত হয়েছি আমরা। একটা দুর্বার অগ্রগতি আপনারা দেখছেন।’

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সবাই মিলে পরিবার, সবাই মিলে দেশ। সবাই মিলে বাংলাদেশ। সব মানুষ মিলে আমরা গোটা এক পরিবার। বাংলাদেশে বিভেদ বলে কিছুই নেই, থাকবেও না। অতীতে আমরা একত্রে যেভাবে বসবাস করেছি, হাজার বছর এভাবেই বসবাস করব।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype