
রবিবার বিকাল ৩ ঘটিকায় হযরত শাহ সূফী মাও: নুর আহমদ (রহ:) দাখিল মাদ্রাসার হল রুমে সহাকরী মৌলভী মাও: জিয়াউর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। নূরানী ১ম শ্রেণী থেকে দাখিল ১০ম শ্রেণী পর্যন্ত অসহায়,গরিব ও মেধাবী ৫০ জন শিক্ষার্থীদরে মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রসার সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন সহ-সুপার মাও: মীর কাশেম,সহকারী শিক্ষক মো: রশেদুল আলম,এনএস কম্পিউটারের পরিচালক এম.এ হাসনাত,আদর্শ ছাত্র যুব সমাজের সহকারী পরিচালক রিফাতুল ইসলাম ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজে অবহেলিত ও গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসার জন্য এনএস কম্পিউটারকে ধন্যবাদ জানাই যাতে তাদের এই কার্যক্রম অব্যহত থাকে এবং তার সাফল্য কামনা করছি।
মো: রিফাতুল ইসলাম বলেন: প্রতিষ্ঠালগ্ন থেকে এনএস কম্পিউটার গরিব,অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে আসছে, আমাদের এই কার্যক্রম বহাল থাকবে এবং সমাজের অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীরা যারা পড়ালেখা খরচ বহন করতে পারছেনা তাদের সহযোগিতা করা জন্য এনএস কম্পিউটার ও আদর্শ ছাত্র ও যুব সমাজ সর্বদা কাজ করে যাবে।
এনএস কম্পিউটারের পরিচালক এম.এ হাসনাত বলেন: বর্তমান হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যুগ,বর্তমানে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। তাই এনএস কম্পিউটার কম্পিউটার শিখার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ দাখিল ও এসএসসি পরীক্ষার্থী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়। সমাজের গরিব,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সবসময় এই কার্যক্রম আমাদের অব্যহত থাকবে। তাদের পাশে থাকবে এনএস কম্পিউটার ।
উল্লেখ্য যে, ২০২১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটি মানুষের দূর গৌড়ায় সেবা পৌছেঁ দেওয়ার লক্ষ্যে সুনামের সহিত কাজ করে আসছে।