
আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ঔষধ বিক্রয় নিশ্চিতকরণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা সদরের এলিভেন ব্রাদার্স ক্লাব প্রাঙ্গণে ঔষধ বিক্রেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভেজাল, নিবন্ধনবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এ্যান্টিবায়েটিক বিক্রয় প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় নিশ্চিত করন ছিল প্রতিপাদ্য বিষয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ পরিদর্শক ও ঔষধ প্রশাসন নাহিন আল আলম।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিসিডিএস, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রাজা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু প্রমুখ।