শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এই সরকারের আমলে সবাই শান্তিতে ধর্ম উৎসব পালন করতে পারে -এমপি দুর্জয়

 আল মামুন , মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, “আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। এই সরকারের আমলে সব ধর্মের মানুষ তাদের ধর্মোৎসব শান্তিতে ও নির্বিঘ্নে নিয়ে পালন করতে পারে। সরকারের ভাবমূর্তি বাধাগ্রস্ত করতে বিএনপি দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।” গতকাল রোববার রাত আটটায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের হলরুমে এমপির ব্যক্তিগত পক্ষ থেকে ৮৩টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে দুর্জয় এসব কথা বলেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারন সম্পাদক সুব্রত কুমার শিল গোবিন্দ প্রমুখ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype