শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নাটোরে ১০০ টাকা বকেয়ার জন্য খুন

ইতিহাস৭১ ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. সাইফুল ইসলাম জয় (৪৯) নামের এক কাঠ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে চা দোকানী মাসুদ আলীর বিরুদ্ধে। শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরান পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই মহল্লার মৃত-আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত-কোবাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, পুরান পাড়া মহল্লার জহির শাহ’র মোড়ের চা দোকানী মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিলো। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সাথে চা দোকানী মাসুদের বিবাদ শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাসে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তার ডান হাত কেটে রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান, সাইফুল শ্বাসকষ্ট ও হার্টের রোগ ছিলো।

নিহত সাইফুলের ছেলে আশিকের অভিযোগ তার পিতাকে পাওনা টাকা নিয়ে দ্বন্দের এক পর্যায়ে দোকানী মাসুদ হত্যা করেছে। কাঁচ দিয়ে ডান হাতে আঘাত করলে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার পিতার মৃত্যু হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype