শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

‘পন্নিইন সেলভান: ওয়ান’ মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৫৩ কোটি রুপি

অনলাইন ডেস্ক : মনি রত্মম পরিচালিত ‘পন্নিইন সেলভান: ওয়ান’ মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৫৩ কোটি রুপি। আজ রবিবার এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে হিন্দস্থান টাইমস।

তামিল, হিন্দি, তেলেগু, মালায়লম ও কানাড়া ভাষায় ভাষায় মুক্তি পেয়েছে এ ছবি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই, বিক্রম, কার্থি, ত্রিশা ও জয়াম রবি।
১৯৫৫ সালে কালকি কৃষ্ণমূর্তির লেখা ‘পন্নিইন সেলভান’ উপন্যাস অবলম্বনে ‘পন্নিইন সেলভান: ওয়ান’ ছবিটি নির্মাণ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। আগামী বছর ছবিটির সিক্যুয়েল মুক্তি পাবে।

‘পন্নিইন সেলভান: ওয়ান’ ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর বড় পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রাই ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype