শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নির্বাচনের সময় আমার জন্য আপনাদের দরজাটা খোলা রাখবেন -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, নির্বাচন কাছে চলে আসছে। আমাকে আপনারা দোয়া করবেন। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসবো, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।

 চট্টগ্রামের রাগুনিয়া উপজেলা অডিটোরিয়ামে এন এন কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে দরিদ্র এবং দুরারোগ্য রোগীদের সাহায্যার্থে নগদ অর্থ, চেক, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকারের পাশাপাশি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমগ্র রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছি। সে ধারাবাহিকতায় আজকে দরিদ্র এবং দুরারোগ্য রোগীদের সাহায্যার্থে সেলাই মেশিন, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কাপড় ও ঐচ্ছিক তহবিলের চেকসহ নানা সাহায্য সামগ্রী বিতরণ করছি।
এছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমে তহবিল সংগ্রহ করে রাঙ্গুনিয়ায় ২১ টি মসজিদ ভবন করে দিয়েছি। সম্ভবত ২০১২ সালে ব্যক্তিগত পক্ষ থেকে ১ (এক) কোটি টাকার টিন বিতরণ করেছি। প্রত্যেকটি ইউনিয়নে পাওয়ার টিলার, রিক্সা এবং অটোরিক্সা কিনে দিয়েছি।
পরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, সমগ্র দেশের ন্যায় রাগুনিয়ায় অতীতেও নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দূর্গা পূজা উদযািত হয়েছে এবং হচ্ছে। তবে আমাদের দেশে একটি মহল আছে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে চায়। রাঙ্গুনিয়ায় যেন পূজা কেন্দ্রিক কোন বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ প্রশাসনসহ দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানে এনএনকে ফাউন্ডেশনের পরিচালক মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উত্তরজেরা আওয়ামী লীগ নেতা ইদ্রিচ আজগর, আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার ও এমরুল করিম রাশেদ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype