শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

চার হাসপাতল ঘুরেও চিকিৎসা জুটেনি শিশু শাওনের, মৃত্যুতেই দিল সমাধান

চার হাসপাতল ঘুরেও চিকিৎসা জুটেনি শিশু শাওনের, মৃত্যুতেই দিল সমাধান

জুবাইর চট্রগ্রাম

৫ বছরের শিশু শাওন। পতেঙ্গা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পান। পরে তার নাক দিয়ে ব্লিডিং শুরু হলে তাকে নিকটস্থ বেপজা হাসপাতালে নেওয়া হয় সেখানে ভর্তি করানো হয়নি শিশুটিকে। পরে সেই দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত তার স্বজনরা একে একে মমতা হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, সাউথ পয়েন্ট হাসপাতালে নিলেও কোথাও জুটেনি তার চিকবৎসা! অবশেষে মঙ্গলবার পৌনে ৩টার দিকে যখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলো তখন কর্তব্যরত চিকিৎসক জানালেন শিশু শাওন আর নেই! এসময় শাওনের নানাসহ স্বজনরা কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। যদিও বা ডাক্তারি ভাষায় দুর্ঘটনা পরবর্তী ১ ঘণ্টাটি হচ্ছে গোল্ডেন আওয়ার। এই এক ঘণ্টার মধ্যেই যদি চিকিৎসা পায় রোগী তাহলে বাঁচানো সম্ভব হয়। হাইকোর্টের আদেশ, সরকারি নির্দেশ, মেয়রের হুমকি জনগণের প্রবল প্রতিবাদেও এই করোনাকালে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা না পাওয়ার এই অভিযোগ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype