
অনলাইন ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ খ্রিঃ উপলক্ষে নগরীর নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল এই কার্যক্রম।
আজ ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ নগরীর কোতোয়ালি থানাধীন জে এম সেন হলে আয়োজিত এই কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। এর ফলে খেটে খাওয়া সমাজের এই সকল মানুষ সল্প মূল্যে নিজের পছন্দ মত পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারছেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আব্দুল ওয়ারিশ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জনাব নাফিস চৌধুরী, কো অর্ডিনেটর জনাব মোঃ জামাল উদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।