
মোঃ অলি উল্লাহ রহমানী : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেয়াকোঁ রবার বাগান ইউনুছিয়া মিসবাহুল উলুম মাদ্রাসায় মাওলানা আবু সাঈদ সাহেব এর সভাপতিত্বে মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব এর সঞ্চালনায় মঙ্গলবার সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় । দুপুর ১ টায় মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবার বাগান ইউনুছিয়া মিছবাহুল উলুম মাদ্রাসার চদরে মোহতামিম মাওলানা আজিজুল হক সাহেব ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেয়াকোঁ বাজার কেন্দ্রিয় মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ আজিজী ।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন রাবার বাগান ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা বেলাল আজিজী সাহেব, মাওলানা ইউছুফ সাহেব, মাওলানা আবুসাঈদ, মাওলানা এমদাদুল হক দাঁতমারা, মাওলানা সোলাইমান, মাওলানা গিয়েচ,মুফতী এমদাদুল হক, হাফেজ সানাউল্লাহ, হাফেজ আবুবকর, মাওলানা ইউনুস সাহেব,মাওলানা এয়াকুব, হাফেজ রাশেদ, মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।