সোমবার-১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তরের বৃক্ষ রোপন কর্মসুচী পালিত

নিজস্ব প্রতিবেদক

সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব- চট্টগ্রাম উত্তর জেলা শাখা কর্তৃক হাটহাজারী উপজেলাধীন মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে গত ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে পালিত হলো বৃক্ষ রোপন কর্মসূচী-২০২০। বৃক্ষ রোপন-২০২০ কর্মসূচী তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ধর্মসেনাপতি রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথেরো মহোদয়। সংগঠনের সভাপতি ভদন্ত সুমঙ্গল থেরো, উর্দ্ধতন সহ- সভাপতি ভদন্ত সুপালবংশ থেরো, সহ-সভাপতি ভদন্ত ভিক্ষু তনহংকর, সহ-সভাপতি লায়ন উত্তম কুমার বড়ুয়া এম. জে.এফ, সাধারণ সম্পাদক প্রকৌ. ঝুলেন বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু ছোটন বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. সুমন বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রিমন বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ভদন্ত অর্থদর্শী ভিক্ষু, ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু, বাবু বিধান বড়ুয়া, বাবু মিন্টু বড়ুয়া, বাবু মিন্টুন বড়ুয়া, বাবু প্রান্ত বড়ুয়া, বাবু উচ্ছাস বড়ুয়া, বাবু জনি বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আজ সকাল ১০ ঘটিকায় সংঘঠনের উর্দ্ধতন সহ-সভাপতি ভদন্ত সুপালবংশ থেরো মহোদয়ের ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভান্তের শিষ্য ও দায়ক দায়িকা কর্তৃক অষ্ট পরিষ্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘঠনের পক্ষ হতে সুপালবংশ থেরো মহোদয় কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগীতা প্রদান করেন অতীশ দীপঙ্কর সোসাইটির কর্মকর্তাবৃন্দ ও মধ্যম মাদার্শা গ্রামবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype