সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সম্প্রীতি রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান-শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা মেধস আশ্রমে মহালয়া উদযাপন

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলা পূজা পরিষদের আয়োজনে মেধস আশ্রমে মহালয়া উদযাপন সম্প্রীতি রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা মেধস আশ্রমে মহালয়া উদযাপন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা। আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টায় নগরীর আন্দরকিল্লা মোড় হতে বাস ও মাইক্রোবাসের শোভাযাত্রা সহকারে পূজার্থীদের নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বোয়ালখালী করলডেঙ্গা মেধস আশ্রমের উদ্দেশ্যে রওনা হন।

সকাল হতে মহালয়ার নানা মাঙ্গলিক অনুষ্ঠানমালা শুরু হয়। চন্ডিপূজা, পুষ্পাঞ্জলী প্রদান শেষে পরিষদ নেতৃবৃন্দ মেধস আশ্রম প্রাঙ্গণে মহালয়া ভিত্তিক আলোচনা সভা করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্ম্মা, বুলবুল মহারাজ ও পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে- সুভাষ চৌধুরী, বিপুল কান্তি দত্ত, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সুগ্রীম মজুমদার দোলন, অধ্যাপক শিপুল দে, রিমন মুহুরী, মাস্টার অশোক নাথ, অমিত লালা, অনুপম চক্রবর্তী বাবু, সাজিব বৈদ্য, অপু বৈদ্য, অ্যাড. শেখর দত্ত, রাজীব দাশগুপ্ত, সুপায়ন সুশীল, নিউটন সরকার, অজিত বিশ্বাস, পলাশ বিশ্বাস, চেয়ারম্যান আব্দুল মন্নান, বিধান রক্ষিত, রাজীব চক্রবর্তী, পার্থ সারথী চৌধুরী, সুপর্ণা ভঞ্জ, বাবলী ঘোষ, তাপস বল, সুরোজ চৌধুরী, বিষুরাম বসু, প্রভাষ চক্রবর্তী, বনসপতি বিশ্বাস, লায়ন অজিত নাথ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে চন্ডিপাঠ ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। সভায় বক্তারা বলেন- শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। শান্তিপূর্ণ পারস্পরিক সহঅবস্থানের মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজার্থীর সাথে সকলকে দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। পরিষদ নেতৃবৃন্দ পঞ্চগড়ের করতোয়া নদীতে তিলতর্পণ শেষে ফেরার পথে নৌকা ডুবির মর্মান্তিক ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন। শান্তিপূর্ণভাবে মহালয়া অনুষ্ঠান উদযাপনে প্রশাসনের পদক্ষেপ নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype