রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘিওরে পূজা উদযাপন পরিষদের দ্বি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 আল মামুন মানিকগঞ্জ: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘিওর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর ) বিকেলে ঘিওর কালী বাড়ি নাট মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী শচীন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ( সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ) অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার । অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী বাসুদেব ধর।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব দে, শিক্ষা ও গবেষণা সম্পাদক ( রেজিষ্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় ) শ্রী প্রবীর কুমার সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. অসীম কুমার বিশ্বাস, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, মানিকগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক শ্রী অনির্বান কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল ( গোবিন্দ ) প্রমুখ। শ্রী শচীন্দ্র নাথ মিত্রকে সভাপতি, শ্রী সুব্রত কুমার শীল গোবিন্দ সাধারণ সম্পাদক ও রাম প্রসাদ সরকার দীপুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype