
দেলোয়ার হোসেন মাসুদ, নেত্রকোণাঃ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মদনপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডোবা থেকে আনুমানিক ষাটোর্ধ অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, কিছুদিন আগে থেকে এই বৃদ্ধ মদনপুর এলাকায় পাগলের মত ঘুরাঘুরি করতো বলে স্থানীয়ভাবে জানা যায় । স্থানীয়রা তার কোন পরিচয় জানতো না তবে তাকে মাজার এলাকায় এবং মদনপুর বাজারে দেখেছে ।
মদনপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডোবায় মঙ্গলবার দুপুরে হঠাৎ তার অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা, পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তার কাছে থাকা ঝুলায় একটি ছবি পাওয়া গেছে, যেটি কেন্দুয়া উপজেলার একটি স্টুডিও থেকে তোলা। এসবের সূত্র ধরেই তদন্ত করছে পুলিশ। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন মাসুদ নেত্রকোণা